টেস্ট সিরিজের আগেই ফিট হবেন মুমিনুল-নাইম
যে কোনো সিরিজেই চিন্তার অন্যতম বিষয় ইনজুরি। এবারও ব্যতিক্রম নয়। সদ্য সমাপ্ত বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ইনজুরিতে পড়েছিলেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক ও স্পিনার নাঈম হাসান। তবে আশার কথা এই যে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের আগেই পূর্ণাঙ্গ ফিট হয়ে উঠবেন তারা। এমনটাই জানিয়েছেন বিসিবি চিকিত্সক দেবাশীষ চৌধুরী।
ডান হাতের আঙুলে দুবাই থেকে অস্ত্রোপচার করানোর পর পুনর্বাসন প্রক্রিয়া শুরু করে দিয়েছেন মুমিনুল। একইভাবে কনিষ্ঠ আঙুলে চোটের কারণে নাঈমকেও যেতে হয়েছে ছুরি-কাচির নিচে। সব ঠিক থাকলে আগামী দু-একদিনের মধ্যে মাঠে ফেরার প্রস্তুতি শুরু করবেন ডানহাতি অফস্পিনার।
দুই ক্রিকেতারের মাঠে ফরার প্রসঙ্গে দেবাশীষ বলেন, ‘গত দুই সপ্তাহে আমাদের দুজন ক্রিকেটারের অস্ত্রোপচার হয়েছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের টেস্টের আগে যে প্রস্তুতি ম্যাচ আছে অর্থাত্ ২৫ জানুয়ারি যে ম্যাচটা হবে, সে ম্যাচটা শুরু হওয়ার আগে যেন এই দুজন পরিপূর্ণ ফিটনেস ফিরে পায়। এই উদ্দেশ্যেই বিসিবির মেডিক্যাল টিম কাজ করে যাচ্ছে। আমরা খুবই আশাবাদী দুজনের ব্যাপারেই যে তারা প্রোপার রিহ্যাবের পর পরিপূর্ণ ফিটনেস নিয়েই প্রস্তুতি ম্যাচের আগে ফিরতে পারবে।’
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ইনজুরির মিছিলে যোগ দেন শফিউল ইসলামও। জেমকন খুলনার হয়ে দুই ম্যাচ খেলেই ছিটকে পড়েন এই পেসার। অবশ্য শফিউলের চোটটা বেশ পুরোনো। দীর্ঘদিন ধরেই পিঠের সমস্যায় ভুগছেন তিনি। যে কারণে মাঠের বাইরে থাকতে হচ্ছে নিয়মিত। তার ইনজুরি নিয়ে দেবাশীষ বলেন, ‘শফিউলের পিঠের সমস্যাটা তাকে মাঠে এবং মাঠের বাইরে ভোগাচ্ছে। এ কারণে আমরা চেষ্টা করছি আগামী এক সপ্তাহের মধ্যে দেশে কিংবা দেশের বাইরে কোথাও ওর ইনজেক্টবলটা ব্যবহার করব। ইনজেকশন ব্যবহারের পর কী রকম আউটপুট হয়, তা দেখার পর যদি ইনজেকশন ভালো কাজ করে আশা করছি ও আগামী দুই-তিন সপ্তাহের মধ্যে বোলিং ফিটনেস ফিরে পেতে পারে।’
আগামী ১০ জানুয়ারি তিন ওয়ান ডে ও দুই টেস্ট খেলতে ঢাকায় পা রাখবে ওয়েস্ট ইন্ডিজ। মিরপুরে ২০, ২২ জানুয়ারি এবং চট্টগ্রামে ২৫ জানুয়ারি মাঠে গড়াবে ওয়ানডে ম্যাচগুলো। ৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে প্রথম টেস্ট আর মিরপুরে দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ১১ ফেব্রুয়ারি