বাগদাদে মার্কিন দূতাবাস লক্ষ্য করে ৮ দফায় রকেট হামলা
ইরাকের রাজধানী বাগদাদে অত্যন্ত সুরক্ষিত গ্রিন জোনে যুক্তরাষ্ট্রের দূতাবাস লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইরাকের সামরিক বাহিনী এবং মার্কিন দূতাবাস এই তথ্য জানিয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার বাগদাদে যুক্তরাষ্ট্রের দূতাবাস লক্ষ্য করে আটটি রকেট ছোঁড়া হয়।
ইরাকি সামরিক বাহিনীর দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, গ্রিন জোনে লক্ষ্য করে ‘একটি নিষিদ্ধ গোষ্ঠী’ আটটি রকেট ছুঁড়েছে। এতে একজন ইরাকি সেনা আহত হয়েছে। এছাড়া হামলায় বেশ কয়েকটি গাড়ি ও ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
এছাড়া বিবৃতিতে বলা হয়েছে, ভবন সাধারণত খালি থাকে।
গ্রিন জোনে রকেট হামলার কথা নিশ্চিত করেছে মার্কিন দূতাবাস। দূতাবাসের পক্ষে থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, হামলায় দূতাবাসের চত্বরে সামান্য ক্ষতি হয়েছে। রয়টার্স, এবিসি নিউজ