মুক্তি পাচ্ছে ‘একজন মহান পিতা’
বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের কালজয়ী অধ্যায় নিয়ে নির্মিত মির্জা সাখাওয়াত্ হোসেন পরিচালিত চলচ্চিত্র ‘একজন মহান পিতা’ আজ মুক্তি পাচ্ছে। নির্মাতা সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ঢাকার বাইরে বেশকিছু হলে চলচ্চিত্রটি মুক্তি পাচ্ছে। এছাড়া দ্বিতীয় সপ্তাহে রাজধানী ঢাকার একাধিক হলে চলচ্চিত্রটি মুক্তি পাবে।
‘একজন মহান পিতা’ চলচ্চিত্রটির গবেষণা, কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন নির্মাতা মির্জা সাখাওয়াত্ হোসেন। চলচ্চিত্রটির সিনেমাটোগ্রাফার হিসেবে সৈয়দ রাশিদুল হাসান এবং নির্বাহী প্রযোজক হিসেবে রয়েছেন শেখ শাহ আলম।
চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন মির্জা আফরিন, হিমেল রাজ আলভী সরকার, শেখ শাহ আলম, শ্যামল কান্তি নাগ, রাশেদুল ইসলাম রাজিব, রাকিব হোসেন, সাজু আহমেদ, রাশেদ রেহমান, আব্দুর রাজ্জাক খোকন সাগরিকা মণ্ডল ও সৃষ্টি মির্জা। এছাড়া একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন নির্মাতা মির্জা সাখাওয়াত্ হোসেন।