ইয়াবা বিক্রির সময়ে শহীদ মিনার এলাকা থেকে আটক ১
ইয়াবা বিক্রির সময়ে চারশ পিস ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে বৃহস্পতিবার রাত ৯টার সময় তাকে আটক করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্য নাজমুল হোসেনের নেতৃত্বে টিমের সদস্যরা তাকে আটক করে। আটকের পর তাকে রাজধানীর শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়।
পুলিশ সূত্র বলছে, আটককৃত ওই ব্যক্তির নাম আশরাফ হোসান। তিনি রাজধানীর আরামানিটোলার বাসিন্দা। তিনি প্রায়ই শহীদ মিনার এলাকায় ইয়াবার চালান নিয়ে আসেন বলে স্বীকার করেছে। আটকের বিষয়ে প্রক্টরিয়াল টিমের সদস্য নাজমুল হোসেন বলেন, গোপন সূত্রের মাধ্যমে আমরা জানতে পারি শহীদ মিনার এলাকায় এক ব্যক্তি ইয়াবা বিক্রি করতে এসেছে। পরে অভিযান পরিচালনা করে চারশ পিস ইয়াবাসহ তাকে হাতেনাতে আটক করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী বলেন, রাত ৯টার দিকে প্রক্টরিয়াল টিম আমাকে এ বিষয়ে জানিয়েছে। আমি অভিযুক্তকে থানায় সোপর্দ করতে বলেছি।
তিনি বলেন, মাদকের বিষয়ে বিশ্ববিদ্যালয় জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। কোন ধরনের মাদক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সহ্য করা হবে না। ইতোমধ্যে আমরা বেশ কিছু অভিযান পরিচালনা করেছি। সেসব ঘটনায় অভিযুক্তদের থানায় সোপর্দ করা হয়েছে।
ঘটনার বিষয়ে শাহবাগ থানার অফিসার ইনচার্জ মামুন অর রশিদ বলেন, আটক ব্যক্তিকে বংশাল থানায় হস্তান্তর করা হয়।