করোনার উৎস তদন্তে উহান যাচ্ছে হু’র তদন্ত দল
প্রাণঘাতী করোনা ভাইরাসের উৎস তদন্তে আগামী মাসে চীনের উহান শহরে যাচ্ছে ১০ সদস্য বিশিষ্ট আন্তর্জাতিক বিজ্ঞানীদের একটি দল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে।
ধারণা করা হয়, উহানের কোনো প্রাণী বাজার থেকেই করোনার সংক্রমণ শুরু হয়। করোনার উৎস নিয়ে স্বাধীন তদন্তের বিরোধিতা করেনি চীন । তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বেশ কয়েকমাস ধরে উহানে প্রবেশের জন্য দেশটির সঙ্গে আলোচনা করেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে বহুবার অভিযোগ করেছেন যে করোনার উৎস নিয়ে তথ্য গোপন করতে চাইছে চীন।