এবার ইরানের রাষ্ট্রদূতকে তলব তুরস্কের, উত্তেজনা বাড়ছে
প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের কবিতা আবৃত্তি নিয়ে ইরান ও তুরস্কের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। এরই মধ্যে আংকারায় ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে তুরস্ক।
এছাড়া এরদোয়ানের প্রতি অবমাননাকর কথার জেরে ইরানকেও এক হাত নিয়েছে তুরস্ক।
তুর্কি প্রেসিডেন্টের যোগাযোগ পরিচালক ফাহেরেটিন আলতুন বলেছেন, একটি কবিতা আবৃত্তিকে কেন্দ্র করে আমাদের প্রেসিডেন্ট এবং দেশকে নিয়ে যে আপত্তিকর ভাষা ব্যবহার করেছে ইরান এর নিন্দা জানাই।
তিনি আরো বলেছেন, ঐ কবিতার সঙ্গে ইরানের কোন মিল নেই।
এছাড়া তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেন, আমাদের প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে ইরানের ভিত্তিহীন এবং জোরালো বিবৃতি অগ্রহণযোগ্য।
এর আগে ইরান জানায়, এরদোয়ানের ওই কবিতা আবৃত্তি করার ফলে তাদের দেশে থাকা আজেরি সংখ্যালঘুদের মধ্যে বিচ্ছিন্নতাবাদী প্রবণতা বাড়তে পারে। এরদোয়ানের এমন কবিতা আবৃত্তিকে দেশটি ‘অনধিকারচর্চা’ হিসেবে উল্লেখ করে।
আজারবাইজানে এরদোয়ান যে কবিতা আবৃত্তি করেন সেটির কয়েক লাইন ছিল, ‘তারা আরস নদী আলাদা করে পাথর-রড দিয়ে ভরাট করেছে। আমি তোমাদের থেকে আলাদা হব না। তারা আমাদের জোর করে আলাদা করেছে।’ আরব টাইমস, আল জাজিরা