রংপুরে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার শ্বশুর-শাশুড়ি আটক
রংপুরের বদরগঞ্জের নাগেরহাটে স্বামীর বিরুদ্ধে নববধূকে পিটিয়ে হত্যার পর ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। ঘটনার পর স্বামী পালিয়ে গেছে। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। এ ঘটনায় নববধূর শ্বশুর ও শাশুড়িকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার বি সার্কেল মারুফ হোসেন জানান, উপজেলার সোনারপাড়া গ্রামের খোকা মিয়া মেম্বারের পুত্র নাসিম সোনারের সঙ্গে আড়াই মাস আগে বিয়ে হয় পার্শ্ববর্তী মিঠাপুকুর উপজেলার ছড়ান কেশবপুর এলাকার সাহাদুল ইসলামের কন্যা জাহিতা খাতুন শিলার। শুক্রবার দুপুরে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। শ্বশুর খোকা মেম্বার ও শাশুড়ি শাহনাজ বেগমকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ঐ নববধূর স্বামী তাকে পিটিয়ে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়েছিল। ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।
শিলার পিতা সাহাদুল ইসলাম বলেন, বিয়ের পর তার মেয়ে শ্বশুরবাড়িতে গিয়ে জানতে পারে স্বামী নাসিম পরকীয়ায় আসক্ত। এর প্রতিবাদ করায় তার মেয়েকে জামাই ও শ্বশুর-শাশুড়ি মিলে পিটিয়ে হত্যা করেছে। তিনি হত্যাকারীদের ফাঁসি দাবি করেন।