দ্বিতীয়বারের মতো চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড পেলেন তানভীর তারেক
দ্বিতীয়বারের মতো চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড পেলেন তানভীর তারেক। বৃহস্পতিবার ‘মায়া দ্যা লস্ট মাদার’ চলচ্চিত্রে কোনালের কণ্ঠে দেশের গানের জন্য ছায়াছবির গানের ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালকের এই সম্মাননায় তাকে ভূষিত করা হয়।
এর আগে, ২০১১ সালে আধুনিক গানের ক্যাটাগরিতে সুবীর নন্দীর কণ্ঠে একটি দেশের গানের জন্য তিনি প্রথমবার চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড পান।
বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্টে তিনি লেখেন, ”দ্বিতীয়বারের মতো পেলাম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড। ২০১১ সালে আধুনিক গানের ক্যাটাগরিতে সুবীর নন্দীর কণ্ঠে একটি দেশের গানের জন্য পেয়েছিলাম শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালকের সম্মাননা। ২০২০ এ পেলাম আমার ১১ তম চলচ্চিত্র মায়া দ্যা লস্ট মাদার এ কোনালের কণ্ঠে দেশের গানের জন্য ছায়াছবির গানের ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালকের সম্মাননা।
নিবিষ্ট কাউকে নকল না করে .. ভাইরাল/ ভিউয়ের পেছনে না ছুটে নিজের মৌলিকত্ব প্রমাণ করলে স্বীকৃতি পেতে দেরী হয়। তবে তা ধরা দেয় দারুণ এক সম্মান আর আনন্দ নিয়ে ..