রুদ্ধশ্বাস জয়ে প্লে-অফে চট্টগ্রাম
দিনের প্রথম ম্যাচটি রান বন্যার। জোড়া সেঞ্চুরি ম্যাচে জিতেছিল ফরচুন বরিশাল। ঘন কুয়াশার রাতে গতকাল দ্বিতীয় ম্যাচেও দারুণ লড়াই হয়েছে | ম্যাচের শেষ বলে জয়ের জন্য গাজী গ্রুপ চট্টগ্রামের দরকার ছিল ২ রান। আল-আমিনের বলে শামসুর রহমানের ছক্কায় রুদ্ধশ্বাস জয় পেয়েছে দলটি। গতকাল মিরপুর স্টেডিয়ামে জেমকন খুলনাকে ৩ উইকেটে পরাজিত করেছে চট্টগ্রাম।
এই জয়ে ৬ ম্যাচে ৫ জয়ে সবার আগে বঙ্গবন্ধু টি-২০ কাপের প্লে-অফে খেলা নিশ্চিত করেছে মিঠুনের দল। ৭ ম্যাচে চারটি জয় পাওয়া খুলনাও পিছিয়ে নেই। তাদেরও প্লে-অফ অনেকটাই নিশ্চিত হয়ে গেছে।
রান তাড়া করতে নেমে চট্টগ্রাম লড়েছে শেষ পর্যন্ত। সতীর্থদের আসা-যাওয়ার মধ্যেও শামসুর একপ্রান্ত আগলে টেনে গেছেন দলকে। ৭ উইকেটে ১৬২ রান তুলে জয় নিশ্চিত করে চট্টগ্রাম। শামসুর ৩০ বলে অপরাজিত ৪৫ রান (৫ চার, ১ ছয়) করেন। ম্যাচ সেরাও হন তিনি। জয় ২৪, মিঠুন ২৩, নাহিদুল ১৮ রান করেন। খুলনার পক্ষে সাকিব-শুভাগত ২টি করে উইকেট নেন।
এদিকে লম্বা বিরতির পর গতকাল প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে জেমকন খুলনার হয়ে ব্যাটিংয়ে ১ রান, বোলিংয়ে ৪ ওভারে ২৮ রান দিয়ে ১ উইকেট পেয়েছেন মাশরাফি। এর আগে ৯ উইকেটে ১৫৭ রান তুলেছিল খুলনা। ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে পারেননি দলের কয়েক জন ব্যাটসম্যান। শেষ দিকে শুভাগত হোমের ১৪ বলে অপরাজিত ৩২ রানে দেড়শো পার হয় খুলনার স্কোর। জহুরুল ২৬, মাহমুদউল্লাহ ২৬, ইমরুল ২৪, সাকিব ১৫, জাকির ১৫ রান করেন। চট্টগ্রামের শরীফুল ৩টি, মুস্তাফিজ ২টি করে উইকেট পান।