মন্ত্রীর ১৭০০ কোটি রুপিয়া দুর্নীতি!
ইন্দোনেশিয়ার এক মন্ত্রীর বিরুদ্ধে প্রায় ১৭ বিলিয়ন রুপিয়া বা এক দশমিক ২ মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। তিনি হলেন দেশটির সমাজকল্যাণ মন্ত্রী জুলিয়ারি বাতুবারা। দেশটির দুর্নীতির দমন কমিশন, কেপিকে এই অভিযোগ এনেছে বলে খবর দিয়েছে আলজাজিরা।
অভিযোগে বলা হয়েছে, ইন্দোনেশিয়া সরকারের করোনা ভাইরাস মহামারি দমন প্রকল্পে দুটি কোম্পানি থেকে ওই অর্থ ঘুষ নিয়েছেন বাতুবারা।
আল জাজিরা বলছে, অভিযোগ উঠার পরই ওই মন্ত্রীকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে কেপিকে। পরে সেই নির্দেশ মোতাবেক দুর্নীতি দমন বিভাগের অফিসে যান বাতুবারা। তিনি ইন্দোনেশিয়ার শাসক দল ইন্দোনেশিয়ান ডেমোক্রেটিক পার্টির সদস্য। তবে দলটির পক্ষ থেকে এখনো এই দুর্নীতির বিষয়ে কিছু বলা হয়নি।
ইন্দোনেশিয়ার দুর্নীতি দমন কমিশন বলছে, এই দুর্নীতির সঙ্গে বাতুবারাসহ আরো দুই কর্মকর্তা জড়িত আছে। তারা একটি প্রকল্পে নিজেদের প্রভাব খাটানোর জন্য বড় অঙ্কের ঘুষ নিয়েছিলেন। সরকারি ওই প্রকল্পটি প্রায় ৬ ট্রিলিয়ন রুপিয়া বা ৪২০ মিলিয়ন ডলারের।