সাতক্ষীরায় দিনমজুরের গলাকাটা মরদেহ উদ্ধার
সাতক্ষীরায় আব্দুল আজিজ মোল্যা (৫০) নামের এক দিনমজুরের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১১টার দিকে সদর থানার ব্রহ্মরাজপুর ইউনিয়নের দহাকুলা মোল্যাপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সদর থানার অফিসার ইনচার্জ মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আব্দুল আজিজ মোল্যা ওই গ্রামের মরহুম এনায়েত মোল্যার ছেলে। তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
পরিবারের সদস্যদের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, আব্দুল আজিজের বাড়ির পাশে একটি বাগানে তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে সদর থানার পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করতে পুলিশ কাজ করছে।
পরিবারের সদস্যদের সাথে কথা বলে পুলিশ ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চালাচ্ছে বলে পুলিশের একাধিক সূত্র জানিয়েছে।
নিহতের প্রতিবেশী ইনছাফ আলী জানান, আব্দুল আজিজের কোন শত্রু ছিল না। দিনমজুরের কাজ করে সংসার নির্বাহ করতেন তিনি। তাছাড়া জমাজমিও তেমন নেই-যা নিয়ে কারো সাথে বিরোধ ছিল।