পিরামিডের সামনে অশ্লীল ফটোশুট করা মডেল গ্রেফতার
আল সিমি। পেশায় তিনি একজন মডেল। ইনস্টাগ্রামে বেশ জনপ্রিয় তিনি। কয়েকদিন আগে মিশরে পিরামিডের সামনে অশ্লীল ফটোশুট করায় গ্রেফতার করা হলো তাকে। সেই সঙ্গে তার ফটোগ্রাফারও গ্রেফতার হয়েছেন। তবে কেউ কেউ আবার মডেল আল সিমি ও ফটোগ্রাফার হৌসার গ্রেফতার নিয়ে প্রতিবাদ জানিয়েছে।
সম্প্রতি পিরামিডের সামনে অশ্লীল ছবি ইনস্টাগ্রামে পোস্ট হতেই তোলপাড় সোশাল মিডিয়া। মডেল সিমি কায়রোর দক্ষিণে সাকারা নেক্রোপলিসের বিভিন্ন পিরামিডের সামনে বিনা অনুমতিতে ফটোশুট করেন বলে অভিযোগ।
একটি ছবিতে দেখা যায়, ছয়জন গর্ভবতীকে নিয়ে হাজির এক ধনকুবের। ক্যাপশনে লিখেছেন, ‘সকলের বাবাই আমি।’ এরকম ঐতিহ্যবাহী স্থাপত্যের সামনে কীভাবে এমন ছবি তোলা হল, সেই প্রশ্ন তুলেছেন ক্ষুব্ধ নেটিজেনরা।
এদিকে মডেল সিমি জানিয়েছেন, পিরামিডের সামনে ছবি তোলা নিষেধ ছিল, এটি তিনি জানতেন না। তারা পিরামিডের ঐতিহ্য তুলে ধরতে চেয়েছিলেন, আপত্তিকর ছবি তোলা তাদের উদ্দেশ্য ছিল না।