করোনার কাছে হেরে গেলেন সাংবাদিক সুকান্ত সেন
সিরাজগঞ্জ প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও আরটিভি স্টাফ রিপোর্টার বাবু সুকান্ত সেন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ শনিবার ভোর ৬ টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরন করেছেন।
এর আগে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয় স্বজনসহ অসংখ্য শুভাকাংখী রেখে গেছেন।
তিনি সিরাজগঞ্জ জেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক, সিরাজগঞ্জ জেলা রেড ক্রিসেন্টের আজীবন সদস্য , সিরাজগঞ্জ জেলা পুজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক, ডক্টরস ডায়গনষ্টিক ক্লিনিকের লিঃ’র শাখা ব্যাবস্থাপক, সিরাজগঞ্জ জেলার উদীচী শিল্প গোষ্ঠী নির্বাহী সদস্য, সিরাজগঞ্জ জেলার নাবিক নাট্য গোষ্ঠীর সদস্যসহ বিভিন্ন সামাজিক ধর্মীয় সংগঠনের দায়িত্বে দায়িত্বরত ছিলেন।