মহানবীকে অবমাননা: পাকিস্তানে ইসলামপন্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
মহানবী হযরত মুহাম্মদ (স.)-এর ব্যঙ্গছবি ব্যবহার করায় ফ্রান্সের বিরুদ্ধে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সোমবার বিক্ষোভ করেছেন হাজার হাজার ইসলামপন্থী বিক্ষোভকারী ।বিক্ষোভে বাধা দেওয়ায় পাকিস্তান পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, তেহরিক-ই-লাবাইক পাকিস্তান নামের একটি ইসলামপন্থীদল এই বিক্ষোভের আয়োজন করে। বিক্ষোভকারীরা অবিলম্বে পাকিস্তান সরকারকে ফ্রান্সের রাষ্ট্রদূতকে প্রত্যাহার এবং দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানান। এদিকে এই দাবি নিয়ে পাকিস্তান সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কিছু বলা হয়নি।
পাকিস্তান পুলিশের কর্মকর্তা তৌকির শাহ বলেন, ইসলামাবাদে প্রবেশ করতে চাইলে বিক্ষোভকারীদের বাধা দেওয়া হয়। এ সময় আন্দোলনকারীরা লাঠি, ইট-পাটকেল দিয়ে পুলিশের ওপর হামলা চালায়।