রাজশাহীর দুর্গাপুর থানার এসআই সাইফুল ক্লোজড
রাজশাহীর দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলামকে অবশেষে ক্লোজড করা হয়েছে। জেলা পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেন চৌধুরী রবিবার তাকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়। রবিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) হাসমত আলী।
তিনি জানান, ‘প্রশাসনিক কারণে এসআই সাইফুলকে থানা থেকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। এর বেশি আমার জানা নেই।’
জানা গেছে, এ বছরের এপ্রিলে দুর্গাপুর থানায় যোগদান করেন এস আই সাইফুল ইসলাম। এর আগে তিনি গোদাগাড়ী থানায় কর্মরত ছিলেন। সেখানে থাকা অবস্থাতেও বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে পুলিশ লাইনে ক্লোজ হয়েছিলেন। পরে তদবির করে দুর্গাপুর থানায় পোস্টিং নিয়েও নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন এসআই সাইফুল। এ নিয়ে রাজশাহী রেঞ্জের ডিআইজি ও জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেন অনেকেই। অবশেষে রবিবার বিকেলে তাকে দুর্গাপুর থানা থেকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়।