কামারখন্দে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত
সিরাজগঞ্জের কামারখন্দে ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত ওই যুবকের (৫০) পরিচয় পাওয়া যায়নি। তার মরদেহ সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।
কামারখন্দ থানার ওসি রফিকুল ইসলাম জানান, রবিবার গভীর রাতে লালমনি এক্সপ্রেস ট্রেন ঢাকা থেকে লালমনিরহাট যাবার পথে জামতৈল রেলওয়ে স্টেশন এলাকার কোবাদ শেখ মোড়ে ট্রেনটি পৌঁছালে রেল লাইনের উপর দিয়ে হাটার পথে ঐ ব্যক্তি ধাক্কা খায়। তখন স্থানীয় টহলরত পুলিশ তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।
সেখানে তার অবস্থার অবনতি দেখে চিকিৎসক তাকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে নেবার পথে তিনি মারা যান।