টয়লেটের পানি দিয়ে ফুচকার টক তৈরি, দোকান ভাঙচুর
টানা গাড়িতে নিয়মিত ফুচকা বেচতেন এক বিক্রেতা। তার ফুচকার কদরও ছিল বেশ। প্রতিদিনই অসংখ্য ক্রেতা ভিড় করতেন তার অস্থায়ী দোকানের সামনে। কিন্তু বিক্রেতার এমন এক ঘটনায় ফুচকাপ্রেমীরা অবাক।
অভিযোগ উঠেছে, ‘মুম্বাই কে স্পেশাল পানি পুরিওয়ালা’ লেখা ওই অস্থায়ী দোকানের ফুচকা বিক্রেতা টয়লেটের পানি দিয়ে বানাতেন ফুচকার টক।
সিসিটিভিতে ধরা পড়েছে এই ঘটনা। ভিডিওটি প্রকাশ্যে আসতে এক দল লোক ফুচকাওয়ালার গাড়ির উপর চড়াও হয়। ছুড়ে ফেলে দেওয়া হয় সমস্ত সামগ্রী। এরপর পুলিশ গিয়ে ঘটনাটি নিয়ন্ত্রণে আনে।
কোলাপুরে রাঙ্কালা লেকের ধারে অবস্থিত ফুচকার দোকানটি। কর্তৃপক্ষ সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে জানতে পারে, প্রায় প্রতিদিনই ওই বিক্রেতা ফুচকার টকে টয়লেটের পানি ব্যবহার করেছেন।