প্রেমে ব্যর্থ হয়ে ছাত্রীর আত্মহত্যা
ঢাকার ধামরাইয়ে প্রেমে ব্যর্থ হয়ে নার্সিং পড়ুয়া এক ছাত্রী ঘুমের ঔষধ খেয়ে আত্মহত্যা করেছে বলে জানা যায়। আত্মহত্যার খবর পেয়ে শুক্রবার রাতে চিরকুটসহ নিহত তরুণীর মরদেহ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ।
নিহত ছাত্রী স্মৃতি, সাভার প্রিন্স নাসিং ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন। পরিবারের সাথে ধামরাইয়ের ইসলামপুরেই একটি ভাড়া বাড়িতে থাকতেন।
স্বজনদের সূত্রে জানা যায়, স্মৃতির সাথে দীর্ঘ দিন ধরে হিমেল নামে ইসলামপুরের একটি জুতার কারখানার এক কর্মচারীর সাথে প্রেমের সম্পর্ক ছিল। মৃত্যুর আগে স্মৃতি হিমেলকে দায়ি করে একটি চিরকুট লিখে যান।
এ বিষয়ে ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, ময়না তদন্তের জন্য মরদেহ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।