করোনা: ফ্রান্সে ফের একদিনে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড
ফ্রান্সে মরণঘাতী করোনা ভাইরাসে একদিনে সর্বোচ্চ রোগী শনাক্তের রেকর্ড ভেঙেই চলছে। গতকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) দেশটিতে নতুন রোগী শনাক্তের রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আল আরাবিয়া।
জানা যায়, বৃহস্পতিবার ২৪ ঘণ্টা সময়ে ফ্রান্সে ৫৮ হাজার ৪৬ জনের করোনার উপস্থিতি শনাক্ত করা হয়েছে। যা আগেরদিন বুধবারের ৪০ হাজার ৫৫৮ জন থেকে অনেক বেশি
এর আগে রেকর্ডটি হয়েছিল গত ২৬ অক্টোবর। সেদিন ২৪ ঘণ্টা সময়ে ৫২ হাজার ১০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছিল।
প্রাণঘাতী ভাইরাসটির প্রাদুর্ভাব ফের বাড়তে থাকায় গত শুক্রবার থেকে ফ্রান্সে নতুন লকডাউন কার্যকর করা হয়েছে। এর মধ্যেই সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড হলো দেশটিতে।
ফ্রান্সে এখন পর্যন্ত ৩৯ হাজার ৩৭ জনের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর। আক্রান্ত হয়েছে ১৬ লাখ ১ হাজার ৩৬৭ জন।