স্থানীয় যুবককে গুলি করে হত্যা করলো রোহিঙ্গা সন্ত্রাসী
সূত্রমতে জানা যায়, নিহত মো. আবদুস শুক্কুর (২৮) টেকনাফের হ্নীলা শালবাগান নয়াপাড়া এলাকার আবুল বাশারের ছেলে।
হ্নীলা ইউনিয়নের চেয়ারম্যান রাশেদ মো. আলী জানান, রোহিঙ্গা সন্ত্রাসী জকির বাহিনী গ্রুপের প্রধান জকির অসংখ্য মানুষের সামনে দিনদুপরে আবদুস শুক্করকে গুলি করে হত্যা করে। এসময় নিহতের এক চাচাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
তিনি আরও জানান, র্যাবের সোর্স সন্দেহে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প ও স্থানীয়দের মাঝে আতংক ছড়িয়ে পড়েছে।
তথ্যের সত্যতা নিশ্চিত করে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আবদুল আলিম বলেন, ‘বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয়দের মাধ্যমে রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত হওয়ার খবর পেয়ে সেখানে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। তবে, ঠিক কী কারণে কারা হত্যাকান্ড ঘটিয়েছে, ঘটনায় কারা জড়িত তা এখনো জানা যায়নি।’