পাবলিক প্লেসে ধুমপান নিষিদ্ধ করলো উত্তর কোরিয়া
উত্তর কোরিয়ায় কিছু পাবলিক প্লেসে ধুমপান নিষিদ্ধ করা হয়েছে।বুধবার উত্তর কোরিয়ার পার্লামেন্ট সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির অধিবেশনে এ নিয়ে একটি আইন পাস হয়েছে।
বৃহস্পতিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ’র প্রতিবেদনে বলা হয়েছে যে বসবাসের জন্য জনগণকে স্বাস্থ্যকর পরিবেশ দেওয়ার লক্ষ্যে উত্তর কোরিয়ায় কিছু পাবলিক প্লেসে ধুমপান নিষিদ্ধ করা হয়েছে।
পার্লামেন্টের বরাত দিয়ে কেসিএনএ’র প্রতিবেদনে আরো বলা হয়, সিগারেটের বিক্রি এবং উৎপাদনের ওপর আইনগত এবং সামাজিক নিয়ন্ত্রণ জোরদার করার জন্য তামাক বিরোধী আইন করা হয়েছে।
কেসিএনএ জানায়, আইনটি পাস হওয়ার কারণে সিনেমা, মেডিক্যাল, শিক্ষা প্রতিষ্ঠান এবং থিয়েটারসহ বেশ কিছু স্থানে উত্তর কোরিয়ার জনগণ ধুমপান করতে পারবেন না।
২০১৩ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার করা একটি প্রতিবেদনে বলা হয় যে, উত্তর কোরিয়ার প্রায় ৪৪ শতাংশ পুরুষই ধুমপান করেন ।