তৃতীয় লিঙ্গের প্রথম সিনেটর সারাহ
তৃতীয় লিঙ্গের নির্বাচিত হবার ঘটনা দেশটির দুই অঙ্গরাজ্যে এই প্রথম।
৩০ বছর বয়সী সারাহ জিতেছেন সিনেট ডিস্ট্রিক্টের ৮৬ শতাংশ ভোট। শুধু ডেলাওয়ারেরই নন, পুরো মার্কিন মুল্লুকেই তৃতীয় লিঙ্গের প্রথম সিনেটর এবং সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা তিনি। উচ্ছ্বসিত সারাহ এক টুইট বার্তায় লিখেন, ‘আমরা পেরেছি। আমরা সাধারণ নির্বাচনে জয় পেয়েছি। ধন্যবাদ, ধন্যবাদ ও ধন্যবাদ। আশা করি, আজ রাতে এলজিবিটিকিউ শিশুরা বুঝতে পারবে যে আমাদের গণতন্ত্র তাদের জন্যও যথেষ্ট উদার।’
অন্যদিকে, ২৬ বছর বয়সী টেলর ভারমন্টের দুটি ডিস্ট্রিক্টে ৪৩ ও ৪১ শতাংশ ভোট পেয়ে রিপ্রেজেন্টেটিভ হিসেবে জয়লাভ করেছেন। জয়ের ফলে যুক্তরাষ্ট্রে এলজিবিটিকিউ আইন প্রণেতা বাড়ানোর লক্ষ্যে কাজ করা সংগঠন ‘দ্য ভিক্টোরি ফান্ড’ টুইট করে টেলরকে অভিনন্দন জানায়।