বছরের সবচেয়ে শক্তিশালী টাইফুনের কবলে ফিলিপাইন
ফিলিপাইনে আঘাত হেনেছে চলতি বছরের সবচেয়ে শক্তিশালী টাইফুন গনি। স্থানীয় সময় রবিবার ভোররাতে ফিলিপাইনের ক্যাটানডুয়ানেস দ্বীপে ঘণ্টায় সর্বোচ্চ ২২৫ কিলোমিটার (১৪০ মাইল) গতিবেগ নিয়ে টাইফুনটি আঘাত হানে। গনি এখন লুজন দ্বীপের ভিতর দিকে এগিয়ে যাচ্ছে। এই দ্বীপেই ফিলিপাইনের রাজধানী ম্যানিলার অবস্থান।
টাইফুনের আঘাতে প্রাণহানি এড়াতে এরইমধ্যে প্রায় ১০ লাখ মানুষকে তাদের ঘরবাড়ি থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।
ফিলিপাইনের আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ১২ ঘণ্টার মধ্যে তীব্র ঝড়ো বাতাসের সঙ্গে অতি ভারী বৃষ্টি হতে পারে
টাইফুন ‘গনি’কে ফিলিপাইনের স্থানীয়রা নাম দিয়েছেন ‘রলি’
গনি, হাইয়ানের পর ফিলিপিন্সে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী টাইফুন। ২০১৩ সালে হাইয়ানের তাণ্ডবে দেশটিতে ছয় হাজার ৩০০ জনের মৃত্যু হয়েছিল। গত মাসে ফিলিপিন্সে আঘাত হানা টাইফুন মোলাভের কারণে ম্যানিলার দক্ষিণাঞ্চলীয় প্রদেশগুলোতে ২২ জন নিহত হয়।