সাতকানিয়ায় কিশোরীকে ধর্ষণের চেষ্টা গ্রেফতার ১
চট্টগ্রামের সাতকানিয়ায় ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আলী আহমদ (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। উপজেলার ছদাহা ইউনিয়নের ৯নং ওয়ার্ড খোর্দ্দ কেঁওচিয়া আশ্রয়ণ প্রকল্প এলাকায় ঘটনাটি ঘটে।
এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে বুধবার (২৮ অক্টোবর) দুপুরে সাতকানিয়া থানায় ধর্ষণের চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেন এবং মামলা দায়েরের পরপরই আসামীকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ অক্টোবর সকালে ঘটনার শিকার ১২ বছরের কিশোরীকে উল্লিখিত ঘটনাস্থল নিজ ঘরে একা রেখে মা-বাবা ও পরিবারের অন্যান্য সদস্যরা আত্মীয়ের বাড়িতে বেড়াতে যায়। ওই রাতে ঘটনায় অভিযুক্ত আলী আহমদের পুত্র বধূ কিশোরীকে রাতে তার সাথে ঘুমাতে বলে। পুত্র বধূর কথামত কিশোরী একই খাটে ঘুমায়। গভীর রাত ৩টার দিকে অভিযুক্ত আলী আহমদ পুত্র বধূর ঘরে প্রবেশ করে কিশোরীর স্পর্শকাতর স্থানে হাত দেয় ও জামা কাপড় খুলে ধর্ষণের চেষ্টা চালায়। সর্বোপরি খাট থেকে তুলে অন্যত্র নিয়ে যেতে চাইলে কিশোরী চিৎকার দিলে আলী আহমদ ঘর থেকে বের হয়ে যায়। ঘটনার পরদিন খবর পেয়ে কিশোরীর মা-বাবা ও পরিবারের সদস্যরা ঘরে চলে আসে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা ও সাতকানিয়া থানার সহকারী পরিদর্শক নজরুল ইসলাম বলেন, ধর্ষণের চেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলায় আলী আহমদ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।