কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে কৃষক-কৃষাণীদের মাঝে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়
মোঃ মাসুদ পারভেজ শরীয়তপুর জেলা প্রতিনিধি :
৬ অক্টোবর ২০২০-২১ অর্থবছরের আওতায় বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর ও শরীয়তপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায়, শরীয়তপুর জাজিরা উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে কৃষক-কৃষাণীদের মাঝে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আমির হামজা। শরীয়তপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষক কে এম মহিউদ্দিন। জাজিরা উপজেলা কৃষি কর্মকর্তা, কৃষিবিদ মোঃ জামাল হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা।
৪০ জন কৃষক-কৃষাণীকে ফলের বাগান ও সবজি সম্পর্কিত বিভিন্ন প্রশিক্ষণ দেয়াহয় এবং তাদের মাঝে আম, মাল্টা, সবেদা ফলের চারাসহ সার বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জামাল হোসেন জানান, অনেক কৃষক গাছের রোগ সম্পর্কে অবগত নয়। প্রশিক্ষণ না থাকার কারণে অনেক কৃষকের ফলন কম হয়। কৃষকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ কৃষক হিসেবে তৈরি করা এবং কৃষকদের মাঝে বিভিন্ন প্রকার ফলের বাগান তৈরীর আগ্রহর জন্য তাদের মাঝে বেশ কিছু ফলের চারা ও সার বিতরণ করা হয়।