কুয়েত যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন আজ (৪ অক্টোবর) কুয়েত যাচ্ছেন। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনও মন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন।
ড. মোমেন কুয়েতের নতুন আমির শেখ নাওয়াফ আল আহমাদ আল সাবাহর দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, নতুন আমিরের সঙ্গে সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ বার্তা পৌঁছে দেবেন ড. মোমেন।
৬ অক্টোবর পররাষ্ট্রমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।
গত ২৯ সেপ্টেম্বর কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমাদ আল সাবাহ মৃত্যুবরণ করায় দেশটির নতুন আমিরের দায়িত্ব পেতে যাচ্ছেন শেখ নাওয়াফ আল আহমাদ আল সাবাহ।
তিনি সদ্যপ্রয়াত আমিরের সৎ ভাই।