১১০০ পিছ ইয়াবা সহ একাধীক মাদক মামলার পলাতক আসামী রমজান আটক
নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম বার এর নির্দেশে ৩০/৯/২০২০ তারিখ রাত ১০/১০ ঘটিকায় সময় নড়াইল জেলার লোহাগাড়া থানার পূর্বের একাধীক মাদক মামলার পলাতক আসামী ও কুখ্যাত মাদক সম্রাট মোঃ রমজান মোল্লা (৩৬), পিতাঃ মৃত উলফাত মোল্লা, সাং- কামঠানা, থানাঃ লোহাগারা, জেলাঃ নড়াইল- কে একটি বিশেষ গোপন সংবাদের ভিত্তিতে কামঠানা গ্রাম থেকে ১১০০ পিছ ইয়াবা সহ, আটক করেন জেলা গোয়েন্দা শাখা।
এই অভিযান পরিচালনা করেন নড়াইল জেলা ডিবি পুলিশের এস.আই. নিয়াজ, এ.এস.আই আনিস, এ.এস.আই মাফুজ, কনস্টেবল সেলিম, আলি হোসেন, কং মফিজুর, আশরাফ, শিবলী, সরোয়ার, জিবন সহ সঙ্গীয় ফোর্স।
ডিবি পুলিশের এ.এস.আই আনিস বলেন, আসামী রমজানের বিরুদ্ধে লোহাগড়া থানায় একটি মাদক মামলা দায়ের হয়েছে।