নোয়াখালীতে প্রচুর পরিমাণ ভেজাল ওষুধ জব্দ, ১ জনকে কারাদণ্ড
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) নোয়াখালী জেলা কার্যালয়ের কর্মকর্তাদের তথ্যের ভিত্তিতে নোয়াখালী সদরে অবৈধ ওষুধ কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে নোয়াখালী পৌরসভার ৮নং ওয়ার্ডের আইয়ুবপুরে কিডনী রোগের ওষুধ কারাখানায় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার’র নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে ২০ লাখ টকার অবৈধ কিডনী রোগের ওষুধ জব্দ করা হয়। এসময় একজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। দণ্ডাদেশ প্রাপ্ত সালহ উদ্দিন মাহমুদ (৬০) সদর উপজেলার রামকৃষপুর এলাকার মৃত জয়নাল আবদীনের ছেলে।