পুলিশের বডিক্যামে ধারণ হওয়া কৃষ্ণাঙ্গ হত্যার দৃশ্য ফাঁস
যুক্তরাষ্ট্রে পুলিশি নির্যাতনে কৃষাঙ্গ জর্জ ফ্লয়েড নিহতের পর বর্ণবাদবিরোধী আন্দোলন শুরু হয়। এবার তার আগেও ড্যানিয়েল প্রুডে নামে আরেক কৃষাঙ্গকে হত্যার অভিযোগ উঠল দেশটির পুলিশের বিরুদ্ধে। গত মার্চে নিউইয়র্ক পুলিশের হাতে নিহত হওয়া প্রুডের হত্যার দৃশ্য গতকাল বুধবার প্রকাশ্যে আসে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, গতকাল বুধবার নিউইয়র্ক পুলিশের বডিক্যামে ড্যানিয়েল প্রুডের হত্যার দৃশ্য উঠে আসে। হত্যার ছয় মাস পর ভিডিও প্রকাশ নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছে ড্যানিয়েল প্রুডের পরিবার। ড্যানিয়েলকে কীভাবে আটক করা হয়েছিল এবং তাকে কীভাবে হত্যা করা হয় তা ওই ভিডিওটিতে উঠে আসে।
ড্যানিয়েল প্রুডের ভাই জোয়ে প্রুড গত ২৩ মার্চ ৯১১ নম্বরে ড্যানিয়েল প্রুডের মানসিক অবস্থার কথা জানিয়ে সাহায্য চেয়েছিলেন। ওইদিন বিকেল ৩টার দিকে ড্যানিয়েল প্রুডে বিবস্ত্র অবস্থায় রাস্তায় বেরিয়ে পড়েছিলেন। ড্যানিয়েল প্রুডে ওইদিন তার ভাই জোয়ে প্রুডের বাড়ির পেছনের দরজা দিয়ে পালিয়েছিলেন। হাসপাতালে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার রিপোর্টেও দেখা যাচ্ছে তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন।
এ সময় ড্যানিয়েল প্রুডে পুলিশকে বলেন, ‘আপনি আমাকে মেরে ফেলার চেষ্টা করছেন।’
ড্যানিয়েল প্রুডের ভাই জোয়ে প্রুড দাবি করেন, ‘পুলিশ ঠান্ডা মাথায় আমার ভাইকে হত্যা করেছে। আমার ভাইকে নিকৃষ্ট প্রাণী হিসেবে গণ্য করেছে পুলিশ।
তিনি বলেন, ‘এসব বন্ধ হওয়াটা যে খুবই দরকার,সেটা বোঝার আগে আরো কতো ভাই মারা যাবে,কে জানে! আমি আমার ভাইকে সাহায্যের জন্য ফোন কল করেছিলাম, তাকে শেষ করে দেওয়ার জন্য নয়।’
নিউইয়র্কের রচেস্টারের মেয়র ভিডিওটি দেখে পুলিশের ওপর বিরক্ত হয়ে বলেন, ‘আমি কেবল তার পরিবারকে সহানুভূতি এবং সমানুভূতি জানাতে পারি।’