ভোলায় ওষুধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধির উপর হামলা, ভাঙচুর ও লুট
ভোলায় একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে কোম্পানির কালেকশন শেষে সেলিম নামের ওই বিক্রয় প্রতিনিধি বাড়ি ফেরার পথে বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাটের দালালবাজার এলাকায় এই হামলা করা হয়।
হামলা চালিয়ে মারধর করে তার মোটরসাইকেল ও নগদ টাকা ছিনিয়ে নিয়েছে বলে সেলিমের স্বজনরা জানিয়েছেন। তারা জানান, সন্ত্রাসীরা সেলিমকে মুমূর্ষু অবস্থায় ফেলে রেখে তার বাড়িতে গিয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে। পরে স্থানীয়রা সেলিমকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। গুরুতর আহত সেলিমের জ্ঞান না ফেরায় তার কাছে কত টাকা ছিল নিশ্চিত করে জানা যায়নি। এদিকে, খবর পেয়ে বোরহানউদ্দিন থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীরা পালাতক থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
স্থানীয়রা জানায় জমিজমার বিরোধকে কেন্দ্র করে প্রতিবেশী আলম পাটোয়ারির লোকজন এই হামলা করেছে। এর আগেও ওই গ্রুপটি সেলিম ও তার বৃদ্ধ বাবা ছোলায়মান মিয়ার উপর হামলা করেছিল। এ নিয়ে উভয় গ্রুপের মধ্যে একাধিক মামলা চলামান রয়েছে। বোরহানউদ্দিন থানার ওসি মাজহারুল আমিন জানান, সংবাদ পেয়ে রাতেই তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন।