চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের রশিকনগর এলাকায় অটোরিক্সা-ভুটভুটির সংঘর্ষে মো. মুখলেসুর রহমান মুকুল (৫৫) নামে অটোরিক্সা চালক নিহত হয়েছেন। নিহত মুখলেসুর রহমান মুকুল জেলার শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের কমলাকান্তপুর মদিনাপাড়া গ্রামের মৃত জালাল উদ্দীনের ছেলে। দুর্ঘটনাটি ঘটেছে রবিবার রাত ৮টার দিকে নয়ালাভাঙ্গা ইউনিয়নের রশিকনগর এলাকায়।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ স্থানীয়দের বরাত দিয়ে জানান, শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের রশিকনগর এলাকায় রাত ৮টার দিকে বিপরীত দিক থেকে আসা ভুটভুটি একটি অটোরিক্সাকে চাপা দিলে অটো চালকসহ যাত্রী আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় অটোচালক মারা যান। এ ঘটনায় গুরুতর আহত এক নারীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।