চাঁপাইনবাবগঞ্জে আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ একজন গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে জসিম উদ্দিন (৩২) নামে এক অস্ত্র ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ সিপিসি ১ এর সদস্যরা।
আজ শুক্রবার সকাল ৬টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
এসময় তার কাছ থেকে ২টি বিদেশি পিস্তুল, একটি ওয়ান শুটারগান, ২টি ম্যাগজিন, ৫ রাউন্ড পিস্তুলের গুলি ও ১ হাজার ৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত জসিম উদ্দিন জেলার শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘী গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।
তিনি কিছুদিন ধরে গোমস্তাপুর উপজেলার রহনপুর বাসস্ট্যান্ড এলাকায় জনৈক সিরাজুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন।
র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ সিপিসি ১ এর কোম্পানী কমান্ডার বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে জসিম উদ্দিনকে উপরোক্ত মালামালসহ গ্রেফতার করে। তিনি আরও জানান, এঘটনায় গোমস্তাপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।