ট্রাম্প-জো’র জনসমর্থনের দূরত্ব কমছে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নভেম্বরে। করোনাভাইরাসের প্রাদুর্ভাব থাকলেও দেশটিতে থেমে থাকবে না প্রধান শাসক নির্ধারণের কাজটি। জন সমর্থনে যে এগিয়ে থাকবে সেই বসবে মার্কিন মসনদে। প্রশ্ন হলো এগিয়ে আছেন কে- বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি ডেমোক্র্যাটদের প্রার্থী জো বাইডেন?
প্রথমদিকে জরিপগুলোতে দেখা যাচ্ছিল ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন জো। তবে মার্কিন গণমাধ্যম সিএনএন বলছে, যত দিন যাচ্ছে, দুজনের মধ্যে জনপ্রিয়তা বা সমর্থনের দূরত্ব কমছে। সিএনএন ছাড়াও জরিপ ও বাজার গবেষণা সংস্থা এসএসআরএস পরিচালিত একটি জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে।
ডেমোক্র্যাটদের জাতীয় কনভেনশনের ঠিক আগ মুহূর্তে প্রকাশিত জরিপে দেখা যাচ্ছে, আমেরিকার ৫৩ শতাংশ ভোটার এবারের নির্বাচনে ভোট দিতে ব্যাপক উৎসাহী। নিবন্ধিত ভোটারদের মধ্যে বাইডেন-কমলা জুটির পক্ষে ৫০ শতাংশের সমর্থন রয়েছে। ট্রাম্প-পেন্স জুটির পক্ষে এ সমর্থন ৪৬ শতাংশ।
অবশ্য যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পের জনসমর্থনের হার ৪৩ শতাংশ, যেখানে বাইডেনের জনসমর্থনের হার ৪৬ শতাংশ। জরিপে বলা হয়েছে, ট্রাম্পের সমর্থক ১২ শতাংশ ও বাইডেনের ৭ শতাংশ ভোটার বলেছেন, নভেম্বর নাগাদ এই পছন্দ বা মানসিকতা পরিবর্তনও হয়ে যেতে পারে। ফলে এই অবস্থার যেকোনো ধরনের পরিবর্তন হতে পারে।
তবে ট্রাম্প শাসনামলের সার্বিক চিত্র বিবেচনায় এখনো অনেকাংশে এগিয়ে আছেন প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। নিজের রানিংমেট হিসেবে সিনেটর কমলা হ্যারিসকে নির্বাচিত করে অনেকটায় ইতিবাচক অবস্থানে আছেন তিনি।