শরীয়তপুর থেকে অজ্ঞান পাটির ৪ স্বক্রিয় সদস্য আটক, ভিকটিমের ইজিবাইক ও মোবাইল উদ্ধার
মাসুদ পারভেজ শরীয়তপুর জেলা প্রতিনিধি : র্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মাদ তাজুল ইসলাম এর নেতৃত্বে আজ সোমবার (২০ জুলাই) সকাল ৯টার সময় শরীয়তপুর জেলার পালং ও জাজিরা থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে অজ্ঞান পাটির স্বক্রিয় ৪ সদস্যকে আটক করেছে।
আটককৃতরা হলেন মাদারীপুর জেলার রাজৈর থানাধীন কাজী কাঁঠাল বদরপাশা এলাকার আদল উদ্দিন শেখের ছেলে মো: দিদার শেখ(৩৮), শরীয়তপুর আমতলী এলাকার মৃত কালাই ব্যাপারীর ছেলে আবুল কালাম(৪৫), মনকোলা এলাকার ফজলুল হক ব্যাপারীর ছেলে মোঃ শহিদুল ইসলাম(৩২) ও নীল কান্দি এলাকার মোবারক আলী মুন্সীর ছেলে মেহেদী হাসান সাইফুল (৩৭)।
র্যাব সূত্রে ঘটনার বিবরণে জানা যায়, গত ১৫ জুলাই সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটের সময় মাদারীপুর জেলার সদর থানাধীন চাপাতলী এলাকার রিপন শেখের ছেলে রিফাত শেখ (১৯) তার ইজিবাইক নিয়ে মোস্তফাপুর বাসস্ট্যান্ডে ভাড়ার জন্য বের হয়। এ সময় ৪/৫ জন লোক রিফাতের ইজিবাইকটি মাদারীপুর সদরের কাজিরটেক ফেরীঘাট যাবে বলে রির্জাব করে। গন্তব্যে যাওয়ার পথে মহিষের চর পাঁকা মসজিদের সামনে চালক রিফাতকে নাক চেপে ধরে কোমরে ইনজেকশন পুশ করে হাত পা বেধে রাস্তার পাশে ফেলে দেয়, এবং ভিকটিমের ইজিবাইক ও মোবাইলটি নিয়ে যায়। ভিকটিমের এ অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শরীয়তপুরের পালং ও জাজিরা থেকে র্যাব তাদেরকে আটক করে এবং ইজিবাইক ও মোবাইল উদ্ধার করে।
আকটকৃত আসামীদেরকে মাদারীপুর সদর থানায় হস্তান্ত করা হয়েছে। এ বিষয়ে ভিকটিম নিজেই বাদী হয়ে মাদারীপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছে।