ভোলায় ০৪ কেজি ৫০০ গ্রাম গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
ভোলা জেলা প্রতিনিধি মোহাম্মদ – খোকা।
অফিসার ইনচার্জ, ভোলা সদর মডেল থানা, ভোলা এর তত্ত্বাবধানে আজ ২১/০৭/২০২০ তারিখ দুপুর ১৩.৫৫ ঘটিকায় এস আই (নিঃ) রতন কুমার শীল, এ এস আই (নিঃ) মাইনুল, এ এস আই (নিঃ) সুজন মাঝি ও সঙ্গীয় ফোর্স, ইলিশা পুলিশ তদন্তকেন্দ্র, ভোলা মাদক অভিযান পরিচালনা করিয়া ভোলা সদর মডেল থানাধীন পূর্ব ইলিশা ইউনিয়নের ০১নং ওয়ার্ড কালুপুর সাকিনে ইলিশা ফেরিঘাট ০২নং পল্টুন (নতুন ঘাট) হইতে আসামী ০১। মোঃ শাকিব সিকদার (২০), পিতা- মোঃ ইসমাইল সিকদার, সাং- ভাতশালা ০৫নং ওয়ার্ড, ০৬নং ফরিদপুর ইউনিয়ন, থানা- বাকেরগঞ্জ, জেলা- বরিশালকে ০৪ কেজি ৫০০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করেন। মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন।