সাবরিনারা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে
‘আমরা জেকেজি হেলথকেয়ারে গিয়ে করোনা পরীক্ষা করে প্রতারিত হয়েছি। তাই আমি বাদী হয়ে একটি মামলা করেছি। দোষীরা শাস্তি পাক এটা আমি চাই। ড. সাবরিনাসহ মামলার অপর আসামিরা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। তাদের বিচার হওয়া উচিত।’
কথাগুলো রূপান্তর টেলিভিশনকে বলছিলেন মামলার বাদী কামাল হোসেন। সোমবার সন্ধ্যায় মুঠোফোনে কথা হয় তার সঙ্গে।
এর আগে সোমবার ডা. সাবরিনা আরিফকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে চারদিনের রিমান্ড চেয়ে একটি প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা তেজগাঁও থানার পরিদর্শক (অপারেশন) হাসনাত খন্দকার। অন্যদিকে সাবরিনার আইনজীবী সাইফুল ইসলাম তার জামিন চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমান তার জামিন আবেদন নামঞ্জুর করে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার বাদী কামাল হোসেন বলেন, ‘আমি কল্যাণপুরের এক বাসার কেয়ারটেকার। আমার বাসার মালিক করোনায় আক্রান্ত হন। তিনি আমাদের সাতজনকে করোনা পরীক্ষা করাতে বলেন। আমরা জেকেজি হেলথকেয়ারে গিয়ে করোনা পরীক্ষা করে প্রতারিত হয়েছি। তাই আমি বাদী হয়ে একটি মামলা করেছি। দোষীরা শাস্তি পাক এটা আমি চাই। তারা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। তাদের বিচার হওয়া উচিত।’
রোববার দুপুরে আলোচিত চিকিৎসক সাবরিনাকে তেজগাঁও বিভাগীয় উপ-পুলিশ (ডিসি) কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে গ্রেফতার করে পুলিশ।