ডেমরা স্টাফ কোয়াটার এলাকায় র্যাব-(৩) এর ভ্রাম্যমাণ আদালতের অভিযান
ডেমরা থানাধীন স্টাফ কোয়াটার এলাকায় র্যাব-(৩) এর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশের নেতৃত্বে এস.এইচ.এস হেলথ কেয়ার হসপিটাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক অভিযান চালিয়ে ভুয়া ডাক্তার শাখাওয়াত হোসেন সুমনকে আটক করে র্যাব।https://www.facebook.com/Rupantortvofficial/
তিনি দীর্ঘদিন ডাত্তার পরিচয় দিয়ে মানুষের সাথে বিভিন্ন অপকর্ম করে আসছিল, সাধারন জনগণের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে, মানুষকে বোকা বানিয়ে ভুয়া পরিচয় দিয়ে ব্যবসা চালিয়ে আসছিল শাখাওয়াত হোসেন সুমন , র্যাব তল্লাশি চালিয়ে বিভিন্ন মেয়াদ উত্তীর্ণ ওষুধ এবং নেশা জাতিয় ওষুধ ও পাওয়া যায়।